সাভার-আশুলিয়ায় অধিকাংশ কারখানা চালু, বন্ধ আছে ২৫টি

তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানায় যাচ্ছেন। আজ বুধবার সকালে সাভারের আশুলিয়ার জিরানী এলাকায়ছবি: প্রথম আলো

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজ বুধবার সকাল থেকে বেশির ভাগ শিল্পকারখানা খোলা রয়েছে। সকাল থেকে এসব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকেরা।

তবে আজ সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে ২৫টি শিল্পকারখানা। এর মধ্যে সাধারণ ছুটি রয়েছে ৫টি কারখানায় এবং বাংলাদেশ শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ২০টি কারখানা।

এদিকে দুপুরে বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়েছে, আশুলিয়ায় মোট ২৭২টি কারখানার মধ্যে শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১৬টি। কারখানা খোলা রাখার পর কাজ বন্ধ বা ছুটি রয়েছে ১১টিতে। আশুলিয়ায় আজ চালু কারখানার সংখ্যা ২৪৫টি। আগস্ট মাসের বেতন পরিশোধ হয়েছে ২৬৪টি কারখানায়। বেতন পরিশোধ হয়নি ৮টি কারখানায়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ সূত্রে জানা যায়, বন্ধ কারখানাগুলোর অধিকাংশ তৈরি পোশাক কারখানা। তবে বন্ধ কারখানাগুলোর মধ্যে ওষুধ, চামড়াজাতপণ্য প্রস্তুতসহ বিভিন্ন ধরনের কিছু প্রতিষ্ঠান রয়েছে। কয়েকটি কারখানায় শ্রমিকেরা উপস্থিত হলেও কাজ বন্ধ রেখে বসে আছেন।

আরও পড়ুন

আজ সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা কারখানায় উপস্থিত হন। অধিকাংশ কারখানায় কাজ শুরু করেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা তাঁদের দাবি পূরণ না হওয়ায় কাজ বন্ধ রেখেছেন। এ ছাড়া পার্ল গার্মেন্টস কোম্পানি লিমিটেডের সাময়িক বরখাস্ত করা শ্রমিকেরা নবীনগর থেকে চন্দ্রাগামী সড়কের সামনে জড়ো হয়েছিলেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাঁদের বুঝিয়ে সেখানে থেকে সরিয়ে দেন।

আজ দুপুর ১২টার দিকে আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম প্রথম আলোকে বলেন, আজ ২৫টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারায় ২০টি কারখানা বন্ধ রয়েছে। পাঁচটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। কয়েকটি কারখানায় শ্রমিক উপস্থিত হলেও দাবি পূরণ না হওয়ায় কাজ করছেন না। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।