জাতীয় পার্টির কেউ আমার খোঁজ রাখেন না: এরিক এরশাদ

রংপুরে পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা ও ছেলে এরিক এরশাদ। ১৩ জুলাইছবি: মঈনুল ইসলাম

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ বলেন, ‘রংপুরবাসী যদি আমাকে জাতীয় পার্টিতে দেখতে চান, তাহলে আমি তাঁদের ডাকে সাড়া দেব। আমার বাবার মুখ উজ্জ্বল করব। তবে জাতীয় পার্টির কেউ আমার খোঁজ রাখেন না। সেটা অত্যন্ত দুঃখজনক।’

আজ শনিবার বিকেলে রংপুর নগরের দর্শনা এলাকায় পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের এরিক এরশাদ এ কথা বলেন। তিনি বলেন, ‘গাছে ফল ধরলে, ইলিশ মাছ রান্না হলে বাবার কথা মনে পড়ে। কারণ, বাবা ইলিশ মাছের মাথা খেতে পছন্দ করতেন। আমি নতুন জামা পরলে বাবার কথা মনে পড়ে। আপনারা আমার বাবাকে স্মরণ করবেন।’

হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা বলেন, ‘জাতীয় পার্টিতে যাঁরা আছেন, তাঁদের আমি ডিস্টার্ব করতে চাই না। তাঁরা মনে করেন আমি পলিটিক্যাল না, পরিবারেরও কেউ না। রংপুরের মানুষ মনে করলে আমি আমার লাইফ স্যাক্রিফাইজ করতে পারি, আমার সন্তানও তাই করবে। রাজনীতি তো অবশ্যই করব, তা সময়ের অপেক্ষা মাত্র।’

বিদিশা আক্ষেপ করে বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের অনেক অনুসারী আছেন, যদিও এখন কমে গেছে। এরিকের জন্মের পর থেকে পলিটিক্যাল ফিগারদের দেখে দেখে বড় হয়েছে। তাঁরা সব সময় মনোনয়ন ও পজিশনের জন্য এরিককে ব্যবহার করতেন, ফোন করতেন। বাবা মারা যাওয়ার পর থেকে এরিকের চ্যাপটার ক্লোজড করে দেওয়া হয়েছে।’

এরিক এরশাদ ও বিদিশা এলাকাবাসীর খোঁজখবর নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। আগামীকাল রোববার এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে তাঁরা ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।