সাজ্জাদসহ পাঁচজনের নামে হত্যা মামলা

সাজ্জাদ হোসেনফাইল ছবি

চট্টগ্রাম নগরে প্রকাশ্যে মাইক্রোবাসে করে এসে আফতাব উদ্দিন নামের এক যুবককে গুলি করে খুনের ঘটনার মামলায় সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরের চান্দগাঁও থানায় নিহত ব্যক্তির বাবা মো. মুসা বাদী হয়ে এ মামলা করেন। বাকি আসামিরা হলেন সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাতো ভাই খোরশেদ ও মো. হেলাল। তবে কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ প্রথম আলোকে বলেন, ঘটনায় ব্যবহৃত গাড়িটি শনাক্ত করেছে পুলিশ। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জড়িত অন্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে।

আফতাব হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের। তিনি বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসেবে পরিচিত সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগী। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। গত ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন।

অপর দিকে নিহত আফতাব ইট, বালুর ব্যবসার করতেন। তিনিও শিবির ক্যাডার হিসেবে পরিচিত সরোয়ার হোসেনের অনুসারী ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবারের সদস্যরা বলছেন, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন তাঁর সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে করে এসে আফতাবকে গুলি করে চলে যান। আশপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেননি।

মামলার বাদী ও নিহতের বাবা মো. মুসা প্রথম আলোকে বলেন, তাঁর ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। এ ঘটনায় তাঁরা চান্দগাঁও থানায় দুই মাস আগে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ওই সময় পুলিশ সাজ্জাদকে গ্রেপ্তার করলে আজ তাঁর ছেলেকে গুলি করে মারতে পারত না।