সেতুর ভাঙা অংশ দিয়ে নদীতে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধারে ডুবুরিদের অভিযান
পিরোজপুরের ভান্ডারিয়ায় পুরোনো বেইলি সেতু পার হওয়ার সময় ভাঙা অংশ দিয়ে নদীতে পড়ে সিনথিয়া আক্তার (৪) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরের পোনা নদীর পুরাতন বেইলি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ সিনথিয়া আক্তার পার্শ্ববর্তী কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের কাওসার খানের মেয়ে। তাকে উদ্ধারে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে পোনা নদীতে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সিনথিয়া আক্তারকে নিয়ে তাঁর মা হাফসা আক্তার ভান্ডারিয়া শহরের থানা ইকোপার্কে বেড়াতে যান। সন্ধ্যা সাতটার দিকে মা ও মেয়ে ইকোপার্ক থেকে পোনা নদীর পুরোনো বেইলি সেতু পার হয়ে বাড়ির দিকে রওনা দেন। এ সময়ে সেতুর ফুটপাতের ভাঙা একটি অংশ দিয়ে শিশু সিনথিয়া আক্তার নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পোনা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
ভান্ডারিয়া শহরের বাসিন্দা মেহেদী হাসান বলেন, পোনা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণ করা হয়েছে। তবে নতুন গার্ডার সেতু পাশে পুরোনো বেইলি সেতুটি অপসারণ করা হয়নি। এ কারণে বেইলি সেতু দিয়েও লোকজন চলাচল করেন। বেইলি সেতুর ফুটপাতে একটি প্লেট ভাঙা রয়েছে। গতকাল রাতে শিশুটি মায়ের সঙ্গে সেতু পার হওয়ার সময়ে ফুটপাত দিয়ে হাঁটছিল। এ সময়ে অন্ধকারে সে ভাঙা অংশ দিয়ে নদীতে পড়ে যায়।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা পারভেজ আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পোনা নদীতে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। তবে নদীতে স্রোত থাকায় ও অন্ধকারে গতকাল রাত সাড়ে নয়টায় অভিযান বন্ধ ঘোষণা করে ফায়ার সার্ভিস। বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ সকাল ছয়টায় নিখোঁজ শিশুটি উদ্ধারে অভিযান শুরু করেছে।