কুমিল্লায় যুবককে হত্যার পর দুর্বৃত্তদের কেটে নিয়ে যাওয়া হাত উদ্ধার

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার দাউদকান্দিতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তদের কেটে নিয়ে যাওয়া হাতটি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী সেতুর কাছ থেকে হাতটি উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল্লাহ প্রধান বলেন, যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। থানা-পুলিশ সন্দেহভাজন কয়েকজনের নাম সংগ্রহ করেছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

আজ বেলা ১১টার দিকে দাউদকান্দি উপজেলার ওলানপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মহিউদ্দিন (৩৫)। তিনি ওলানপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। পেশায় দিনমজুর ছিলেন।

মহিউদ্দিনের মা মনোয়ারা বেগম ও বড় ভাই মো. মহসীন জানান, মহিউদ্দিন দিনমজুর হিসেবে যখন যে কাজ পেতেন, তা-ই করতেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাঁর কোনো শক্রও ছিল না। কিন্তু কে বা কারা দিনদুপুরে বসতবাড়ি-সংলগ্ন মসজিদের কাছে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে হাত কেটে নিয়ে যায়।

এলাকাবাসীর কয়েকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল নাঈম। তিনি জানান, মহিউদ্দিনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তাঁর ডান হাত পাওয়া যায়নি। কনুইয়ের ওপর থেকে হাত বিচ্ছিন্ন করা হয়। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া তাঁর মাথা-পাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।