উজিরপুরে বাসচাপায় ব্যবসায়ী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর অংশের ইচলাদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে
ছবি: প্রথম আলো

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় স্থানীয় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর অংশের ইচলাদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর ইচলাদি বাজারের ব্যবসায়ীরা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

নিহত ব্যক্তির নাম মো. দুলাল খান (৬৫)। তিনি উপজেলার শিকারপুরি ইউনিয়ন দক্ষিণ মাদার্শী গ্রামের বাসিন্দা ও ইচলাদি বাজারের কাঁচামালের ব্যবসায়ী।

হাইওয়ে থানা–পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে সাকুরা পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। বাসটি সকাল সাড়ে আটটার দিকে ইচলাদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পথচারী দুলাল খানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুলাল খান ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর ইচলাদি বাজারের ব্যবসায়ীরা ঢাকা-বরিশাল মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরে গৌরনদী হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এতে প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক মো. তমাল বলেন, পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পরই চালক বাস নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।