লেখক-পাঠকদের আগমনে জমে উঠেছে সিলেট বইমেলা
সিলেটে প্রথমা প্রকাশনের উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী বইমেলা চলছে। দ্বিতীয় দিন আজ শনিবার মেলায় বিপুলসংখ্যক লেখক-পাঠক এসেছিলেন। বিকেল সাড়ে চারটায় মেলায় ‘সিলেটের সাহিত্যচর্চা’ শীর্ষক আলোচনা সভা হয়।
নগরের আম্বরখানা এলাকার ইউনিমার্ট বিল্ডিংয়ের নিচতলায় প্রথমা বিক্রয়কেন্দ্রে এ বইমেলা চলছে। শেষ হবে ২৪ নভেম্বর। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলছে। মেলায় প্রথমা প্রকাশন ছাড়াও দেশি-বিদেশি বই বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে।
আলোচনা পর্বে গল্পকার জামান মাহবুব, কবি মোহাম্মদ হোসাইন ও মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষক মোহাম্মদ বিলাল বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথমা বিক্রয়কেন্দ্র সিলেটের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন। মেলার দ্বিতীয় দিনে বিশিষ্ট অনুবাদক মিহিরকান্তি চৌধুরী, কবি সঞ্জয় কুমার নাথ, আয়েশা মুন্নীসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, সিলেটে সাহিত্যের ইতিহাস সুপ্রাচীন। চর্যাপদের অনেক কবি ছিলেন সিলেটি। এখানকার সাহিত্যিকদের লেখার প্রধান বিষয়বস্তু সমাজচিন্তা, অধিকারবোধ, অধ্যাত্মচেতনা। মরমি সাহিত্যে এই অঞ্চলের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। সাধকদের হাত ধরে সুফিবাদ ও বৈষ্ণববাদ আর সহজিয়া মতবাদের বিকাশ ঘটেছে এখানে।
মেলা ঘুরে দেখা গেছে, নতুন ও পুরোনো মিলিয়ে বই থরে থরে সাজানো। ধর্ম, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, দর্শন, সাহিত্য, স্মৃতি, সাক্ষাৎকার, অনুবাদ, শিশু-কিশোর সাহিত্যসহ বিচিত্র ধারার নানা বই ঠাঁই পেয়েছে। পাঠকদের কেউ পাতা উল্টে পড়ছিলেন। কেউ বই কিনে ব্যাগে রাখছিলেন।
আয়োজকেরা জানান, মেলা চলাকালে পাঠকেরা প্রথমার বই ৩০ থেকে ৭০ শতাংশ, অন্যান্য প্রকাশনীর বই ২৫ শতাংশ ছাড়ে এবং ভারতীয় বই ১ রুপি সমান ১ টাকা ৫০ পয়সা থেকে ৮০ পয়সায় কিনতে পারছেন। মেলা চলাকালে ছুটির দিনে বিকেল চারটায় এবং অন্যান্য দিন সন্ধ্যা ছয়টায় সাহিত্যবিষয়ক আলোচনা থাকছে।