কাপাসিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল বাস, গৃহবধূ নিহত

গাজীপুরের কাপাসিয়ার চেওরাইট গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে এই বাড়িতে যাত্রীবাহী বাস ঢুকে পড়েছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে বাড়িতে ঢুকে পড়ে। এ সময় মিনা বেগম (৬০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। আজ সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার টোক ইউনিয়নের চেওরাইট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন।

মিনা বেগম উপজেলার চেওরাইট গ্রামের শুক্কুর আলীর স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, একটি মিনিবাস গাজীপুর থেকে ছেড়ে কাপাসিয়ার টোক বাসস্ট্যান্ডে যাচ্ছিল। সকাল ছয়টার দিকে বাসটি চেওরাইট গ্রামে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় এটি সড়কের পাশে থাকা শুক্কুর আলীর আধা পাকা বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির একটি কক্ষে সন্তানদের নিয়ে ঘুমাচ্ছিলেন মিনা বেগম। বাসচাপায় ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তাঁর দুই সন্তানের কিছু হয়নি।

ওই বাড়ির বাসিন্দা মো. মোবারক হোসেন বলেন, প্রচণ্ড গতিতে মিনিবাসটি চলছিল। গতি বেশি হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে গেছেন। এ ঘটনার পর নিহত ওই নারীর লাশ উদ্ধারসহ বাসটি জব্দ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বেপরোয়া গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ওই বসতবাড়িতে তুলে দেন বলে প্রাথমিকভাবে জেনেছি। চালককে শনাক্তসহ আটকের চেষ্টা চলছে।’