চন্দনাইশে পানিতে তলিয়ে গেছে ২ হাজার ৬৭৫ হেক্টর ফসলি জমি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার প্রায় ২ হাজার ৬৭৫ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এসব জমিতে আউশ ও আমন ধান এবং সবজির চাষ করা হয়েছিল। এ ছাড়া অর্ধশতাধিক পুকুর ডুবে মাছ ভেসে গেছে।
পানিতে তলিয়ে যাওয়া ফসলি জমির বেশির ভাগ উপজেলার সাতবাড়িয়া, বৈলতলী, হাসিমপুর, জোয়ারা, কাঞ্চনাবাদ ইউনিয়ন ও দোহাজারী পৌরসভা এলাকার।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৫ হাজার হেক্টর আমন, ২ হাজার ৬৭৩ হেক্টর আউশ ধান এবং ৭১৫ হেক্টর সবজির আবাদ রয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে নিম্নাঞ্চলের ২ হাজার ২০০ হেক্টর আমন ধান, ৪০০ হেক্টর আউশ ধান এবং প্রায় ৭৫ হেক্টর সবজি খেত পানিতে তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। আজ শনিবার প্রথম আলোকে তিনি বলেন, পানি নেমে গেলে কৃষি খাতে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র উঠে আসবে।
এদিকে উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ডুবে গেছে দোহাজারী পৌরসভা ও চারটি ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক পুকুর। এতে পুকুরের মাছ ভেসে যাওয়ায় খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপন চন্দ্র দে বলেন, উপজেলায় প্রায় ৪ হাজার ২৭০টি পুকুর রয়েছে। অর্ধশতাধিক পুকুরের মাছ ভেসে যাওয়ায় মাছচাষিদের কমপক্ষে ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।