গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায়ছবি: প্রথম আলো

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

আজ সোমবার বিকেল ৪টা ৩৮ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া দোলা ফিলিং স্টেশনের পাশে অবস্থান নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন তাঁরা।

আরও পড়ুন

বিক্ষোভে কৃষি বিভাগের স্নাতকোত্তর জসিম উদ্দীন, পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর শরীফ আহমেদ, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিফাত আহমেদ নেতৃত্ব দেন।

বিকেল সাড়ে ৪টায় পাথালিয়ায় আন্দোলনস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ওপর কেউ বসে কেউ দাঁড়িয়ে ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারীদের অনেকে ক্রিকেট ব্যাট–বল নিয়ে সড়কের ওপর খেলছেন।

আরও পড়ুন

বিক্ষোভে কৃষি বিভাগের স্নাতকোত্তর জসিম উদ্দীন বলেন, ‘আমরা কোটার বিরুদ্ধে নই। আমরা চাই কোটা থাকুক। সংবিধানে যেটা আছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সব মিলিয়ে অনধিক ৫ শতাংশ কোটা রেখে কোটা পদ্ধতি সংস্কার করা হোক। আমরা চাই মেধাবীরা মেধার ভিত্তিতেই চাকরি পাক এবং যেকোনো সুযোগ–সুবিধা মেধার ভিত্তিতেই পাক।’

আরও পড়ুন