চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, মা-মেয়েসহ আহত ৩

আগুনের প্রতীকী ছবি

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে  একজন মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। পুড়ে গেছে বেশ কিছু দোকান।
আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে মা-মেয়ে রয়েছেন। হতাহত ব্যক্তিদের পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক আজ শুক্রবার সকালে বলেন, গতকাল দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুন লেগেছে।  বাজারের চারতলা একটি মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকানে আগুন লেগেছে বলে তিনি জানান। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।

ঘটনাস্থলে একজনের মরদেহ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আবদুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে মনে করা হচ্ছে। একটি ভবনের সঙ্গে আরেকটি ভবন লাগোয়া হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে ও নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয় বলে তিনি জানান।