পটিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত
চট্টগ্রামের পটিয়ায় মালবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় পটিয়া-বোয়ালখালী পুরোনো মহাসড়কের মিলিটারি পুলের পাশে চরকানাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের রুমি আকতার (৩০), গিয়াস উদ্দিনের ছেলে ফাহিম (৫) ও বোয়ালখালীর আহলা করলডেঙ্গা ইউনিয়নের শেখ চৌধুরীপাড়ার আনোয়ার হোসেন (৫৫)।
পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, পটিয়া-বোয়ালখালী সীমানার মহাসড়কে পটিয়ামুখী সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে চট্টগ্রামমুখী মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে এক নারী ও এক শিশুকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুর লাশ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিহত পুরুষের লাশ বোয়ালখালী থানায় নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।