চকরিয়ায় ঝোড়ো হাওয়ায় পুকুরে পড়ে যায় শিশু, পরে মরদেহ উদ্ধার

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চোয়ারফাঁড়ি এলাকায় পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশুটির নাম আদিবা জান্নাত (২)। সে ওই এলাকার বোরহান উদ্দিনের মেয়ে। তিনি পেশায় ইজিবাইকচালক।

স্থানীয় ব্যবসায়ী হোসাইনুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে চকরিয়ায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। এ কারণে বোরহান উদ্দিন নিজের ইজিবাইকটি নিয়ে বাড়িতে চলে যান। তিনি ইজিবাইকটি যখন বাড়িতে ঢুকাচ্ছিলেন তখন শিশু আদিবা সেটির পেছনে ছিল। এ সময় ঝোড়ো হাওয়ায় টিকতে না পেরে আদিবা পাশের পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিক বোরহান উদ্দিন পুকুরে লাফ দেন; কিন্তু আদিবার মরদেহ পাননি। আধা ঘণ্টা পর আরও কয়েকজন মিলে পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে আদিবার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

বোরহান উদ্দিন কান্না করতে করতে প্রথম আলোকে বলেন, ‘আমার পাশ থেকেই পুকুরে পড়ে গেছে আদিবা। সঙ্গে সঙ্গে পুকুরে নেমেও তাকে পাইনি। আধা ঘণ্টা পর আরও কয়েকজন মিলে মরদেহ পেয়েছি। ততক্ষণে আমার মেয়ে মারা গেছে ভাই।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া শিশু আদিবা জান্নাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।