দামুড়হুদায় ৮৫ বছর বয়সী বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সব্বত আলী নামের ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গলায় রশিজাতীয় কিছু দিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে মৃতের গলা, পা ও পেটে ক্ষতের চিহ্ন আছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত সব্বত আলী তাঁর পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে নিয়ে রামনগর গ্রামে নিজ বাড়িতে থাকতেন। পাশের বাড়িতে ছেলে মজনুর রহমান ও তাঁর স্ত্রী শিরিনা খাতুন বসবাস করেন।
পুত্রবধূ শিরিনা খাতুন জানান, গতকাল শনিবার দুপুরে কাজের কথা বলে তাঁর শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ সকালে তাঁর রক্তাক্ত লাশ নিজের (শ্বশুরের) শয়নকক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর তিনি চিৎকার করে কান্নাকাটি করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে শয়নকক্ষের ভেতর থেকে তাঁর লাশ ঘরের বারান্দায় নেওয়া হয়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে স্বজনসহ আশপাশের বাসিন্দারা তাঁর বাড়িতে ভিড় করেন।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের গলা, পেট ও পায়ে জখমের চিহ্ন আছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, সব্বত আলীকে হত্যার বিষয়টি নিশ্চিত হলেও মূল কারণ এখনো জানা যায়নি। নিহতের স্ত্রী পক্ষাঘাতগ্রস্ত রোগী হওয়ায় তিনিও পরিষ্কার করে কিছুই জানাতে পারেননি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।