ফরিদপুরে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ও নিক্সন চৌধুরী জয়ী
ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে নৌকার প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের দুই স্বতন্ত্র প্রার্থী। ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী টানা তৃতীয়বারের মতো হারালেন নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহকে। ফরিদপুর–৩ (সদর) আসনে বড় ব্যবধানের জয় পেয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। বিশাল ব্যবধানে তিনি হারিয়েছেন নৌকার শামীম হককে।
বেসরকারি ফলাফলে জানা গেছে, ফরিদপুর-৪ আসনে গত দুই বারের সংসদ সদস্য যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান ঈগল প্রতীকে ২৩ হাজার ৯৬৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৪৮ হাজার ৩৫। আওয়ামী লীগের প্রার্থী দলটির সভাপতিমণ্ডলীর কাজী জাফর উল্যাহ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট।
প্রচারের সময় তীব্র উত্তেজনা ছড়ানো ফরিদপুর-৩ আসনে সহজ জয় পেয়েছেন ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। ৬৯ হাজার ৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। তাঁর ভোট ১ লাখ ৩৪ হাজার ৯৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।
এ ছাড়া ফরিদপুরের অপর দুই আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা। ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান ৩৮ হাজার ৩৪২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে সাবেক এই সংসদ সদস্য পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুর রহমান ওরফে দোলন (ঈগল) পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট। বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর (নোঙর) ২২ হাজার ৪৬৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে স্বল্প ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর। ব্যবধান ১ হাজার ৯৬২ ভোটের। শাহদাবের ভোট ৮৭ হাজার ১৯৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া (ঈগল) পেয়েছেন ৮৫ হাজার ২৩২ ভোট।