বরিশাল নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনূর গ্রেপ্তার

বরিশাল নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনূর বেগমছবি: সংগৃহীত

বরিশাল নগর ও জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়াসহ চারটি মামলায় মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনূর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নগরের ভাটিখানা এলাকায় কোহিনূর বেগমের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, কোহিনূর বেগমকে আজ বেলা তিনটার দিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোহিনূর বেগম বরিশাল সিটি করপোরেশনের সর্বশেষ পরিষদের প্যানেল মেয়র ৩ এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট বরিশাল নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এ ঘটনায় ২২ আগস্ট নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বাদী হয়ে কোহিনূর বেগমসহ ৩৮১ জনের নাম উল্লেখ এবং ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীদের করা আরও তিনটি মামলার আসামি কোহিনূর।

বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সাবেক দুই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরকেও আসামি করা হয়েছে। এই মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে সিটি করপোরেশনের ৯ জন সাবেক কাউন্সিলর ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কারাগারে আছেন।