কেন জোটের প্রার্থী হওয়ার জন্য ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছেন: ইনুকে আওয়ামী লীগ নেতা
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনুকে এবার একহাত নিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুজ্জামান মিঠু।
সোমবার সন্ধ্যায় ভেড়ামারা উপজেলা পরিষদের ডাকবাংলো চত্বরে বিএনপি-জামায়াতের হরতাল নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বৈঠকে ইনুকে উদ্দেশ্য করে তিনি বলেন, কেন জোটের প্রার্থী হওয়ার জন্য ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছেন। এ সময় আক্তারুজ্জামান তাঁর প্রায় ১২ মিনিটের বক্তব্যে বেশির ভাগ সময়জুড়ে ইনু ও জাসদ নিয়ে নানা বিষোদ্গার করেন। এই বক্তব্য কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ প্রচার করেন।
আক্তারুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ‘কয়েক বছর আগে মিরপুরের এক জনসভায় আপনি (ইনু) বলেছিলেন আওয়ামী লীগ ৮০ পয়সা। জাতীয় পার্টির এরশাদ, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া এবং আমি হাসানুল হক ইনু মিলে ২০ পয়সা। এই পয়সা যদি না যায়, তাহলে হাজার বছর ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ালেও আপনি (শেখ হাসিনা) ক্ষমতার মুখ দেখবেন না। যদি তা-ই হয়, তাহলে আপনি ইনু কেন আজকে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার কাছে জোটের প্রার্থী হওয়ার জন্য ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছেন।’
ইনুর উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি (ইনু) নির্বাচন করেন, আপনার রাজনীতির ঐতিহ্য আছে। কামারুল তো (মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী) ছোট্ট একটা নেতা। আপনার কাছে কিছুই না। তারপরও সে প্রার্থী। সে যদি প্রার্থী হয়, আপনার কিসের ভয়। আপনি গত ১৫ বছর ভেড়ামারা-মিরপুরের এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আপনি দেশের উন্নয়নে যদি কাজ করে থাকেন, তাহলে সবাই আপনাকে মাথায় করে ভোট দেবে।’
আক্তারুজ্জামান অভিযোগ তুলে বলেন, ‘আপনি (ইনু) কোনো কাজ করেননি। দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। আপনি করেছেন, দেখার মতো কাজ করেছেন, সেটা হলো ভেড়ামারা-মিরপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্যাতন ও হত্যা। এই ভেড়ামারায় আপনারা ৪ জনকে হত্যা করেছেন। আপনি গণবাহিনী তৈরি করেছেন, নাশকতা করেছেন, পাটের গুদামে আগুন, ট্রাকে আগুন দিয়েছেন, রেলস্টেশনে আগুন দিয়েছেন। আপনি গণবাহিনী তৈরি করে সারা জীবন এই কাজটি করেছেন। আপনি আওয়ামী লীগকে নিধন করতে আবারও এমপি হতে চান, কীভাবে সম্ভব?’
আক্তারুজ্জামান বলেন, ‘আমাদের প্রার্থী থাকবে, সেটা কামারুল। তিনি যে প্রতীকই পান, সেই প্রতীক নিয়ে আমরা মাঠে নামব এবং তাঁকে জয়ের মালা এনে দেব।’ এ সময় সেখানে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৮ নভেম্বর বিকেলে মিরপুর উপজেলা ফুটবল মাঠে জাসদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি হাসানুল হক আওয়ামী লীগকে বিষোদ্গার করে বক্তব্য দেন।