চট্টগ্রামের পর দ্বিতীয় মেরিটাইম ইনস্টিটিউট হচ্ছে মাদারীপুরে: শাজাহান খান
প্রতিবছর ৬০০ নাবিক-ক্রুকে প্রশিক্ষণ দিতে চট্টগ্রামের পর দেশের দ্বিতীয় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট নির্মিত হচ্ছে মাদারীপুরে। আগামী জানুয়ারিতে ইনস্টিটিউটটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ শনিবার বিকেলে মাদারীপুর সদরের দুধখালী ইউনিয়নে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শাজাহান খান বলেন, দেশ-বিদেশে কর্মরত নাবিক ও ক্রুদের প্রশিক্ষণ দিতে ৭৬ কোটি টাকা ব্যয়ে মাদারীপুর ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট নির্মাণ করা হয়েছে। প্রতিবছর দুটি দলে ৬০০ শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে ভর্তি হতে পারবেন। যাঁরা বিদেশে জাহাজে চাকরি করেন, তাঁরা ১০ বছর চাকরি করলে ১০ কোটি টাকা দেশে আনতে পারেন। এখান থেকে যাঁরা প্রশিক্ষণ নেবেন, তাঁরা ভালো আয় করবেন। প্রশিক্ষণার্থীর জন্য থাকা-খাওয়াসহ খেলাধুলার সুব্যবস্থা আছে প্রতিষ্ঠানটিতে।
মাদারীপুর-২ (রাজৈর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য শাজাহান খান আরও বলেন, যাঁরা এ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেবেন, তাঁদের চাকরির কোনো সমস্যা হবে না। তাঁরা কেউ বেকার থাকবেন না। এ খাতে প্রচুর চাহিদা আছে। এ প্রতিষ্ঠানের ফলে অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে তিনি আশাবাদী।
মাদারীপুর ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ আতাউর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।