সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে বিজিবির হাতে ৩ রোহিঙ্গা নারী আটক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশকালে তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ শুক্রবার সকালে উপজেলার সীমান্তবর্তী ধলই চা–বাগানের ২৪ নম্বর প্ল্যান্টেশন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বিজিবি আসার আগেই এই তিন নারীর সঙ্গে থাকা চার পুরুষ রোহিঙ্গা পালিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় তাঁরা বিএসএফের হাতে আটক হয়েছেন বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আটক রোহিঙ্গা নারীরা হলেন কক্সবাজার উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের সৈয়দ সৈয়দুল আমিনের মেয়ে মিনারা বেগম (২০), ইকবাল আহমদের মেয়ে করমিনা বেগম (২০) ও নুর আলমের মেয়ে হামিমা বেগম (২০)।
স্থানীয় লোকজন ও কমলগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আজ সকালে চার রোহিঙ্গা পুরুষ ও তিন নারী ধলই চা–বাগান এলাকার সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করছিলেন। এ সময় ধলই ক্যাম্পের বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তিন রোহিঙ্গা নারীকে আটক করেন। বাকি চার পুরুষ রোহিঙ্গা পালাতে গিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাঁদের আটক করে নিয়ে যান। আটক নারীরা কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে গতকাল মৌলভীবাজার আসেন। আজ সকালে ধলই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে চেয়েছিলেন তাঁরা।
বিজিবির শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল ইয়াছিন প্রথম আলোকে বলেন, ‘আমরা তিন রোহিঙ্গা নারীকে আটক করেছি। তাঁদের কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।’ চার পুরুষ রোহিঙ্গার বিষয়ে তিনি বলেন, ‘আমরা শুধু তিন নারী রোহিঙ্গাকেই দেখেছি ও আটক করেছি। বাকিদের কথা আমরা জানি না।’
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘বিজিবি আমাদের কাছে তিনজন রোহিঙ্গা নারীকে হস্তান্তর করেছে। আমরা তাঁদের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করছি। তাঁদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, তাঁদের সঙ্গে আরও চারজন ছিল, যারা ভারতে প্রবেশ করে বিএসএফের কাছে আটক হয়েছে।’