আখতারের পাশে নূর মোহাম্মদ

আখতারুজ্জামান

চেয়েও দলীয় মনোনয়ন পাননি কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। নৌকা না পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। প্রতিদ্বন্দ্বিতায় না থাকলেও পছন্দের প্রার্থীকে জয় পাইয়ে দিতে অনুসারীদের নিয়ে প্রকাশ্যে কাজ করার ঘোষণা এসেছে তাঁর কাছ থেকে।

নূর মোহাম্মদ জানিয়েছেন, তিনি নৌকার প্রার্থীর পক্ষে নেই। নেই দলের বিদ্রোহী হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনের পক্ষেও। কাজ করবেন বিএনপি থেকে ষষ্ঠবার বহিষ্কার হওয়া নেতা মেজর (অব) মো. আখতারুজ্জামানের পক্ষ হয়ে। গত রোববার রাতে গ্রামের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে আসেন আখতারুজ্জামান। কিছু সময় দুজনের মধ্যে কথাবার্তা হয়। এরপরই তিনি আখতারুজ্জামানের হয়ে কাজ করার ঘোষণা দেন।

বিষয়টি এখন ভোটারদের কাছে মূল আলোচ্য হয়ে ওঠে। অনেকের ধারণা, নূর মোহাম্মদের অবস্থান স্পষ্ট হওয়ার পর ভোটের হিসাব–নিকাশে প্রভাব পড়বে। ঈগল প্রতীক নিয়ে সোহরাব আর ট্রাক প্রতীকে আখতারুজ্জামান লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে।

নৌকা বা দলীয় বিদ্রোহী—দুজনের কাউকে সমর্থন না দিয়ে বিপরীত রাজনৈতিক আদর্শের একজনকে সমর্থন দেওয়ার কারণ জানতে চাইলে নূর মোহাম্মদ বলেন, ‘আমার কাছে মনে হয়েছে দুই প্রার্থীর চেয়ে আখতারুজ্জামান বেটার। এ ছাড়া উনি একজন বীর মুক্তিযোদ্ধা। সে জন্য আমি ও আমার অনুসারীরা তাঁকে সমর্থন দিয়েছি।’

কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে সংসদীয় আসন কিশোরগঞ্জ-২।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, এই আসন থেকে একাদশ নির্বাচনে নৌকা প্রতীকে অংশগ্রহণের মাধ্যমে নূর মোহাম্মদ রাজনীতিতে নাম লেখান। স্থানীয় দলীয় রাজনীতির সঙ্গে তাঁর তেমন সম্পর্ক নেই। দল পরিচালনায়ও তিনি সক্রিয় ছিলেন না। কটিয়াদী ও পাকুন্দিয়া আওয়ামী লীগে বড় বিভাজন রয়েছে। বিভাজন দূর করে দলে ঐক্য ফেরানোর ব্যাপারে তাঁর দৃশ্যমান উদ্যোগ নেই। নিজস্ব বলয় সৃষ্টি করে রাজনীতি করা তাঁর পছন্দ। মূলত এ কারণে তিনি এবার দলীয় মনোনয়ন বঞ্চিত হন। এ আসন থেকে প্রথমবারের মতো নৌকা নিয়ে মাঠে রয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ। দলের কাছে মনোনয়ন চেয়ে এবারও সফল হননি দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে জয় পাওয়া সোহরাব উদ্দিন। তিনি পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। শুরু থেকেই নৌকার বিদ্রোহী হিসেবে মাঠ গরম করে রেখেছেন সোহরাব।

কাহার আকন্দ ও সোহরাব উদ্দিনের চেয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের প্রার্থী হলেন আখতারুজ্জামান। মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পর আপিলের মাধ্যমে তিনি তাঁর প্রার্থিতা ফিরে পান। প্রার্থী হওয়ার ঘোষণার পর তিনি স্থানীয় ও জাতীয়ভাবে আলোচনায় আসেন। বিশেষ করে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার পর কটিয়াদী ও পাকুন্দিয়ায় আখতারুজ্জামান ফের আলোচনায় ফেরেন। একই সঙ্গে আলোচনায় বিষয় হয়ে ওঠেন নূর মোহাম্মদও। নূর মোহাম্মদকে ঘিরে ভোটারদের আগ্রহের জায়গা হলো, নির্বাচনে তাঁর অবস্থান কী এবং তিনজনের মধ্যে তাঁর সমর্থন যাচ্ছে কোন প্রার্থীর পক্ষে। শেষে রোববার অবস্থান স্পষ্ট করার মাধ্যমে জল্পনাকল্পনার অবসান ঘটে।

সমর্থন পেয়ে উচ্ছ্বসিত আখতারুজ্জামান। তিনি বলেন, ‘নির্বাচনের মাঠে বর্তমান সংসদ সদস্যের সমর্থনের বিষয়টি গুরুত্বপূর্ণ। আমি তাঁর সমর্থন পেয়েছি। এরই মধ্যে তাঁর অনুগতরা আমার পক্ষে কাজ শুরু করে দিয়েছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, নূর মোহাম্মদের অবস্থান স্পষ্ট হওয়ায় স্বস্তি ফিরেছে নৌকা এবং ঈগল সমর্থক শিবিরে। কারণ, নৌকার সমর্থকদের আশঙ্কা ছিল, নূর মোহাম্মদের সমর্থন ঈগলে চলে যায় কি না। আবার ঈগল সমর্থকদের শঙ্কা পেয়ে বসে এই ভেবে, দলীয় চাপে শেষে কিনা নৌকার হয়ে কাজ শুরু করে দেন। শেষে ট্রাকে সমর্থন যাওয়ায় উভয় প্রার্থী নিজেদের নিরাপদ মনে করছেন।

সোহরাব উদ্দিন বলেন, নূর মোহাম্মদের সমর্থন পক্ষে না এলেও ট্রাকে যাওয়ায় তাঁর সমস্যা হবে না।

তবে কাহারের স্পষ্ট ভাষ্য, নৌকার সংসদ সদস্য হয়ে নূর মোহাম্মদ যা করেছেন, তা খুবই অন্যায় এবং লজ্জার। তিনি নূর মোহাম্মদকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘তাঁর বোঝা উচিত, একবার কেউ নৌকা থেকে পড়ে গেলে আর সেই নৌকায় ওঠা যায় না।’

এ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া অন্য প্রার্থীরা হলেন ন্যাশনাল পিপলস পার্টির আলেয়া, গণফ্রন্ট পার্টির মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট পার্টির মো. বিল্লাল হোসেন। তবে ভোটারদের কাছে এই তিন প্রার্থীর তেমন কোনো পরিচয় নেই। ভোটারদের কাছে তাঁরা আগ্রহের জায়গা তৈরি করতে পারেননি।