যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী সভাপতি–সাধারণ সম্পাদকসহ বিজয়ীদের একাংশছবি: সংগৃহীত

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ জয় পেয়েছে। মোট ১৩টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিএনপিপন্থী আইনজীবীরা জয়ী হয়েছেন। ভোট গণনা শেষে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনার ইসমত হাসা ভোটের ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে প্রতিদ্বন্দ্বিতা করে। আওয়ামীপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কোনো প্যানেল দেয়নি। আওয়ামী লীগ, জামায়াত ইসলামী ও বামপন্থী আইনজীবীরা প্যানেল ঘোষণা না করলেও বিচ্ছিন্নভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি চারটি পদের মধ্যে জামায়াত ইসলামী–সমর্থিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল দুটি এবং আওয়ামী লীগ ও বামপন্থী আইনজীবী সংগঠন একটি করে পদে জয়ী পায়।

বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে জয়ী হয়েছেন সভাপতি পদে আবু মোর্ত্তজা (ছোট) ও সাধারণ সম্পাদক এম এ গফুর, সহসভাপতির দুটি পদের একটিতে গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক নুর আলম, সহকারী সম্পাদকের দুটি পদের একটিতে সেলিম রেজা এবং পাঁচটি সদস্য পদের চারটিতে তরিকুল ইসলাম, মৌলুদা পারভীন, মুন্সি মো. মনজুরুল মাহমুদ ও এনামুল আহসান জয়ী হন।

সহসভাপতি দুটি পদের একটিতে জামায়াতপন্থী বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল থেকে আলমগীর সিদ্দিক ও গ্রন্থাগার সম্পাদক পদে এস এম শাহরিয়ার হক নির্বাচিত হন। এ ছাড়া আওয়ামীপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দৌলতুন নেছা ও সহকারী সম্পাদকের দুটি পদের একটিতে বামপন্থী দলের সমর্থক গণতান্ত্রিক আইনজীবী ফ্রন্টের আশরাফুল আলম নির্বাচিত হয়েছেন।

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল সকাল ১০টা থেকে সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। নির্বাচনে সমিতির ৫৩৮ জন ভোটারের মধ্যে ৫২১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আজিজুল ইসলাম, শহিদুর রহমান, রবিউল ইসলাম খোকন ও শাহরিয়ার আলম।