ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তের পিটুনিতে অবসরপ্রাপ্ত আনসার সদস্যের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পিটুনিতে মোশাররফ আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ভৈরবা এলাকার বাগানমাঠ এলাকায় তাঁকে কে বা কারা পিটিয়ে ফেলে যায়। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর আজ বৃহস্পতিবার ভোরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে লাশটি মহেশপুর নিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মারা যাওয়া মোশাররফ আলী উপজেলার বাগানমাঠ গ্রামের ইউনুস আলীর ছেলে এবং অবসরপ্রাপ্ত আনসার সদস্য। ১০ বছর আগে তিনি আনসার বাহিনী থেকে অবসর নেন বলে জানা গেছে।
যৌথ বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১০টার দিকে মোশাররফ আলীর বাড়িতে কে বা কারা হামলা করেছে—খবর পেয়ে ওই এলাকায় যায় যৌথ বাহিনীর সদস্যরা। কিন্তু তাঁরা বাড়িতে গিয়ে হামলাকারী কাউকে দেখতে পাননি। পরে সেখান থেকে গুরুতর অবস্থায় মোশাররফকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ বিন হেদায়েত প্রথম আলোকে বলেন, রাতে মোশাররফ আলীকে মৃত অবস্থায় তাঁদের কাছে নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। নিহত ব্যক্তির পা থেকে মাজা পর্যন্ত অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।
মোশাররফের বাবা ইউনুস আলী বলেন, গতকাল রাতে বাড়ির ভেতরে ঢুকে কয়েকজন ঘরের বিভিন্ন জায়গায় লাইট দিয়ে দেখছিল। তিনি কারা জিজ্ঞাসা করতেই ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। পরে আহত অবস্থায় তাঁর ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এক ব্যক্তির মারা যাওয়ার কাগজ হাসপাতাল থেকে আসার পর তাঁরা লাশ উদ্ধার করে মর্গে পাঠান। শুনেছেন, লোকজন তাঁকে পিটিয়েছিল।