সেতু থেকে ‘লাফিয়ে’ পড়ে ছিলেন রাস্তায়, হাসপাতালে না নিয়ে ভিডিও ধারণের সময় মৃত্যু

মরদেহপ্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় মুক্তারপুর সেতুর নিচের একটি সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজনের দাবি, ওই তরুণ লাফিয়ে নিচে পড়েছেন। আজ মঙ্গলবার সকালে ধলেশ্বরী নদীর তীরবর্তী মুক্তারপুর-রিকাবীবাজার সড়ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ওই তরুণের নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কয়েকজন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানান, আজ সকাল ১০টার দিকে মুক্তারপুর সেতু থেকে নিচে ঝাঁপ দেন ওই তরুণ। পরে নদীর তীরে মুক্তারপুর-রিকাবীবাজার সড়কের ওপর আছড়ে পড়েন। নিচে পড়ার পরও বেশ কিছুক্ষণ বেঁচে ছিলেন ওই তরুণ। কিন্তু তাঁকে উদ্ধারে এগিয়ে যাননি উপস্থিত কেউ; বরং অনেককেই মুঠোফোনে ভিডিও ধারণ করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই তরুণ নিচে উল্টো হয়ে পড়ে আছেন। এ সময় তাঁকে ছটফট করতে দেখা গেছে। আশপাশে কয়েকজনকে ওই তরুণের মৃত্যুর দৃশ্য ধারণে ব্যস্ত দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, অজ্ঞাতপরিচয় তরুণকে ওই অবস্থায় দেখে জাতীয় জরুরি সেবার হেল্পলাইন নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান কয়েকজন। পরে দুপুর ১২টার দিকে মরদেহটি সড়ক থেকে তুলে স্থানীয় কয়েকজন ভ্যানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বর থেকে আমরা ঘটনাটি জানতে পারি। সেখানে পৌঁছানোর আগেই মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে আছে। বেশভূষা দেখে তাঁকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে মনে হয়েছে।’