বগুড়ায় ককটেল হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় চার মামলা, আসামি ৯০

বগুড়ার বাইপাস সড়কের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকায় বুধবার রাতে একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা
ছবি: প্রথম আলো

বগুড়ার পুলিশ সুপারের বাসভবন, কার্যালয় ও শহরের ঝাউতলা এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাইপাস সড়কের জয় বাংলা হাট এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পৃথক চারটি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের মোট ৯০ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আছেন অনেকে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া সদর থানায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা করে। তবে মামলায় কাউকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান এসব বিষয় নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

পুলিশ পরিদর্শক শাহীনুজ্জামান বলেন, বুধবার রাতে এসপি বাংলোর গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় উপপরিদর্শক (এসআই) জামিনুর ইসলাম ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। একই সময় এসপি অফিসের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। এ ছাড়া নগরীর ঝাউতলা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন এসআই শামিনুল ইসলাম।

শাহীনুজ্জামান আরও বলেন, মধ্যরাতে শহরের দ্বিতীয় বাইপাস মহাসড়কে জয় বাংলা এলাকায় প্রাণ কোম্পানির ট্রাকে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় মামলা করেছেন এসআই সাজ্জাদ হোসেন। এতে ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। এসব মামলায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।