আলতাফ চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি ও মির্জাগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আদনান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা আদনান হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২০২৩ সালের ৮ আগস্ট কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী একটি কর্মসূচিতে যাওয়ার পথে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড়ে তাঁর গাড়িবহরে হামলা হয়। এ ঘটনায় এ বছরের ২৭ আগস্ট মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ ১০২ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। মামলায় ছাত্রলীগ নেতা আদনান হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।