চান্দিনায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে
কুমিল্লার চান্দিনা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পোস্টার লাগানোর ছবি ও ভিডিও ধারণ করায় দুই পত্রিকার সাংবাদিককে মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শামীম হোসেনের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে চান্দিনা স্কুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
শামীম হোসেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন দৈনিক কালবেলার আকিবুল ইসলাম ও দৈনিক মুক্তখবর পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল রানা।
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীরা দোয়া চেয়ে ঈদ উপলক্ষে পোস্টার লাগাচ্ছেন। শুক্রবার দুপুরে স্কুল মার্কেটের সামনে দাঁড়িয়ে তিন সংবাদকর্মী কথা বলছিলেন। তাঁরা দেখতে পান শামীম হোসেনের লোকেরা পোস্ট অফিসের দেয়ালে পোস্টার লাগাচ্ছেন। এ সময় আকিবুল ইসলাম ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাঁর ওপর চড়াও হয়ে মারধর করতে আসেন শামীমের কর্মীরা। এ ঘটনা আরেক সাংবাদিক সোহেল রানা ভিডিও করেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম হোসেন ২০-২৫ জন লোক নিয়ে ওই সাংবাদিকদের কার্যালয়ে হামলা চালান ও মারধর করেন। এরপর তাঁদের অকথ্য ভাষায় গালাগাল করে প্রাণনাশের হুমকি দেন শামীম।
অভিযোগের বিষয়ে মো. শামীম হোসেন বলেন, ‘পোস্টার লাগায় দলীয় কর্মীরা। ...এ নিয়ে দুই সাংবাদিক ছবি তুলতে যান। তখন কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে আমি সাংবাদিকদের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করি। এখন যদি ওনারা বলেন আমি মারধর করেছি, প্রাণনাশের হুমকি দিছি, তাহলে কী বলব? এটা অসত্য তথ্য।’