দুই ট্রাকের সংঘর্ষের পর ধাক্কা দিল আরও চারটি ট্রাক, নিহত ১
ঘন কুয়াশার মধ্যে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পরে সেখানে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে আরও চারটি ট্রাক ধাক্কা দিয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৬টায় ঘটনাটি ঘটেছে নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে।
নিহত ট্রাকচালকের নাম হোসেন আলী (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর থেকে কুয়াশায় আচ্ছন্ন ছিল। সকাল ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাকের সংঘর্ষ হয়। অল্পক্ষণের মধ্যেই আরও চারটি ট্রাক দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে ধাক্কা দেয়। এতে পাঁচটি ট্রাক দুমড়েমুচড়ে সড়কের ওপর পড়ে থাকে। অন্য একটি ট্রাক সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় সড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা সেখান থেকে একজন ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদরসহ বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত তিনজন গুরুতর বলে পুলিশ জানিয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছিলেন। সড়কের ওপর থেকে পড়ে থাকা ট্রাক সরানো হয়েছে। সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে।
ঝলমলিয়া হাইওয়ে থানার পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’