চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে খুন, আরও একজন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের চান্দগাঁওতে টার্ফ (কৃত্রিম ঘাস) মাঠ দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা হত্যা মামলায় মো. তারেক (২৪) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল রোববার রাত দেড়টার দিকে নগরের চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকার রিয়াজউদ্দিন সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকা থেকে মামলার আসামি মো. তারেককে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার দিন নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
র্যাব-৭-এর সহকারী পরিচালক মো. শরীফ উল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শুক্রবার বিকেলে পুরাতন চান্দগাঁও এলাকায় চান্দগাঁও স্পোর্টস জোনে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দিন (২৬) যুবক নিহত হন। টার্ফের (কৃত্রিম ঘাসের মাঠ) দখল নিয়ে যুবদলের এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন বলছেন, ওই স্পোর্টস জোন কমপ্লেক্সের দখল নিয়ে নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন ও নগর যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করা হয়।
এ ঘটনার পর যুবদলের এই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম নগর যুবদলের কমিটিও। নিহত জুবায়ের নগর যুবদলের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের অনুসারী হিসেবে পরিচিত। তবে নগর যুবদল নেতাদের দাবি, জুবায়ের যুবলীগের কর্মী। তিনি যুবদলের কেউ নন।