দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে কর্মসূচি নিয়ে ‘হানিফ বাংলাদেশি’ চাঁপাইনবাবগঞ্জে

দেশে দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়ে ‘হানিফ বাংলাদেশি’ চাঁপাইনবাবগঞ্জে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

দুর্নীতি-দুঃশাসন, অর্থ পাচার ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে দেশের ৬৪ জন জেলা প্রশাসক ও ৪৯৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছে ‘হানিফ বাংলাদেশি’ নামে খ্যাত মোহাম্মদ হানিফ এখন চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন।

আরও পড়ুন

আজ মঙ্গলবার সকাল ১০টায় ৫২তম জেলা হিসেবে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খানকে স্মারকলিপি দিয়েছেন। এ ছাড়া বেলা সাড়ে ১১টায় ৪১০তম উপজেলা হিসেবে নাচোলের ইউএনও মোহাইমেনা শারমীনকে স্মারকলিপি দেন মোহাম্মদ হানিফ।

মোহাম্মদ হানিফ নোয়াখালী সদর উপজেলার মাইজদী গ্রামের আবদুল মান্নানের ছেলে। তাঁর স্মারকলিপিতে বিদেশে অর্থ পাচার বন্ধ, পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে যুবকদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করাসহ বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

হানিফ প্রথম আলোকে বলেন, ‘সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় চরম আকার ধারণ করেছে। আমি ঘুষ, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসহ গলায় ফেস্টুন ও হাতে “বদলে যাও, বদলে দাও” লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে যাচ্ছি। হয়তো এতে দুর্নীতি-দুঃশাসন কমবে না; তারপরও মনের তাগিদে প্রতিবাদ করছি। এতে কোনো দুর্নীতিবাজ যদি লজ্জা পায়, তাতেই আমার শান্তি।’

মোহাম্মদ হানিফ জানান, গত ৫ জুন কক্সবাজার জেলার টেকনাফের ইউএনওকে স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে তিনি এ কর্মসূচি শুরু করেছেন। আগামী বছরের ৩০ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্মারকলিপি দেওয়ার মাধ্যমে ৬৪ জেলায় তাঁর সফর শেষ হবে।

আরও পড়ুন

২০১৯ সালের মার্চে হানিফ ভোটাধিকারের দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় একক পদযাত্রা করেন। একই বছর নির্বাচন কমিশন অফিসে পচা আপেল দিয়ে প্রতিবাদ জানান। এরপর তিনি দুর্নীতির বিরুদ্ধে ৬৪ জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন এবং জেলায় জেলায় লাল কার্ড প্রদর্শন করেন।

আরও পড়ুন