বরগুনায় কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে একটি কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন বাসিন্দারা। রাস্তার উন্নয়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করতে গতকাল শুক্রবার ব্যতিক্রমী এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আয়োজকেরা বলছেন, বঙ্গোপসাগরের কোলঘেঁষা তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় আমখোলা গ্রামের এই রাস্তা পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। এই রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। তালতলীর শুভসন্ধ্যা পর্যটনকেন্দ্রে যাওয়ার পথও এটি। কিন্তু বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল দুরূহ। কর্দমাক্ত পথ পাড়ি দিতে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
বড় আমখোলা এলাকার বাসিন্দা সবুজ মিয়া বলেন, এই রাস্তা নির্মাণের পর আর কোনো উন্নয়ন হয়নি। বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলতে কষ্টের শেষ নেই। এই রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসা-যাওয়া করে। নির্বাচন এলে প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে রাস্তা করে দেবেন। ভোটের পর আর তাঁদের দেখা মেলে না।
নুর হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, ‘আমাদের গ্রামের এই কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোক আসা-যাওয়া করেন। তাঁদের দুর্ভোগের শেষ থাকে না। জনপ্রতিনিধিদের কাছে আমাদের দাবি, এই রাস্তা পাকা করা হোক।’
সোনাকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস ফরাজী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য দপ্তরে দপ্তরে ঘুরছেন। বরগুনায় কোনো প্রকল্প না থাকার কারণে রাস্তাটি পাকা করা যাচ্ছে না। প্রকল্প পেলে সবার আগে রাস্তাটি পাকা করা হবে।
তালতলী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, নতুন করে তালতলীতে কোনো সড়ক নির্মাণের প্রকল্প নেই। বরগুনার গ্রামীণ অবকাঠামোর একটি প্রকল্পে রাস্তাটি তালিকাভুক্ত আছে। যদি অনুমোদন হয়, তা হলে হয়তো হতে পারে। নতুন পাকা সড়ক নির্মাণের কোনো প্রকল্প নেই।