কর্মস্থলে অনুপস্থিত, মেঘনার ১৩ চিকিৎসক-কর্মচারীকে শোকজ

কর্মস্থলে অনুপস্থিত থাকায় কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ জন চিকিৎসক ও কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ শনিবার বায়োমেট্রিক হাজিরা পরীক্ষা করে কুমিল্লার সিভিল সার্জন নাছিমা আক্তার তাঁদের এই নোটিশ করেন।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কামরুন নাহার কলি বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানান যায়নি।

ভারপ্রাপ্ত আরএমও কামরুন নাহার প্রথম আলোকে বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়মা রহমান ঢাকায় প্রশিক্ষণে আছেন। তিনি আগামী বুধবার পর্যন্ত প্রশিক্ষণে থাকবেন। এই সুযোগে ১৩ জন চিকিৎসক ও কর্মচারী আজ অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত থাকা চিকিৎসা-কর্মচারীদের মধ্যে কয়েকজন উপস্থিত থাকলেও হাজিরা দেননি। কাল রোববার হাজিরার বিষয়টি ঠিক করা হবে।