টেকনাফে বিজিবি-বিজিপি রিজিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক শুরু
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ের দুই দিনব্যাপী পতাকা বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে বিজিপির সদস্যরা মিয়ানমার ফেরত যাবেন।
আজ বুধবার মেরিন ড্রাইভসংলগ্ন সেন্ট্রাল রিসোর্টের সম্মেলনকক্ষে সকাল সাড়ে ১০টার দিকে রিজিয়ন পর্যায়ের এ পতাকা বৈঠক শুরু হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহি উদ্দীন আহমেদ।
তিনি বলেন, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৬ সদস্যের প্রতিনিধিদলটি টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছায়। প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন বর্ডার গার্ড পুলিশ কমান্ডিং অফিসের পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল কমান্ডার হেট লুইন। এ সময় বিজিবির পক্ষ থেকে তাঁদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর প্রতিনিধিদলকে গাড়িতে করে টেকনাফের সেন্ট্রাল রিসোর্টে আনা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠক শুরু হয়। বেলা আড়াইটা পর্যন্ত বৈঠক চলছিল।
বিজিবির কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করছে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরাও আছেন।
বিজিবি সূত্র জানায়, উভয় দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে রুটিন বৈঠকে অংশে নিতে মিয়ানমার থেকে প্রতিনিধিদলটি এসেছে। গত বছরের জুন মাসে মিয়ানমারের মংডু টাউনশিপে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছিল। এবার এই বৈঠক টেকনাফে হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার বিজিপির প্রতিনিধিদলটির মিয়ানমারে ফিরে যাওয়ার কথা রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মহি উদ্দীন আহমেদ বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ নির্মূলের বিষয়ে কথা হয়েছে। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধি—সর্বোপরি সুসম্পর্ক বজায় রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।