ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের
ফেনী সদর উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার নাম সম্রাট হোসেন (১৬)। সে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয় সিংহ গ্রামের আবদুল মোমিন মিয়ার ছেলে। স্থানীয় পাঁচগাছিয়া এ জেড খান উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল সম্রাট। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের তেমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শখ করে বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল স্কুলছাত্র সম্রাট। ফেনীর তেমুহনী বাজার এলাকায় পৌঁছার পর তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে সে ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি প্রথম আলোকে বলেন, নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।