টাঙ্গাইলে রেললাইন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে ঢাকা টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে ধলাটেংগর এলাকার রেললাইন থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনিমগড়া গ্রামের নীলকান্ত মণ্ডল (৬০) ও তাঁর স্ত্রী কল্পনা রানী মণ্ডল (৫৫)।
নিহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় লোকজন বলেন, গতকাল শুক্রবার রাতে তাঁরা দুজন কালিহাতীর রৌহা গ্রামে কীর্তন শুনতে গিয়েছিলেন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেন। সকালে পুনরায় তাঁদের ছেলে খোঁজাখুঁজি করতে বের হন। পরে ভোরে লোকজনের কাছে জানতে পারেন, রেললাইনের পাশে দুটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে স্বজনেরা লাশ দুটি শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁরা লাশ দুটির কয়েক খণ্ড উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। আজ শনিবার দুপুরে স্থানীয় শ্মশানঘাটে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়। স্বজনদের ধারণা, রাতে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছেন।
যমুনা সেতুর পূর্ব প্রান্তের স্টেশনমাস্টার শাহীন মিয়া বলেন, মরদেহ দুটি পরিবারের লোকজন এসে নিয়ে গেছেন।