সীতাকুণ্ডে কারখানার স্ক্র্যাপের স্তূপে পাওয়া কামানের গোলা নিষ্ক্রিয়
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি রড তৈরির কারখানার স্ক্র্যাপের স্তূপে পাওয়া একটি কামানের গোলা (আর্টিলারি শেল) নিষ্ক্রিয় করা হয়েছে। আজ রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল সীতাকুণ্ডে গিয়ে কামানের গোলাটি নিষ্ক্রিয় করে।
এর আগে গতকাল শনিবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া দরগাহ এলাকার একটি কারখানা থেকে কামানের গোলাটি উদ্ধার করা হয়। শ্রমিকেরা কাজ করার সময় সেটি দেখতে পেয়ে কারখানা কর্তৃপক্ষকে জানান। কারখানা কর্তৃপক্ষ সেটি নিরাপদে সরিয়ে নিয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় কারখানার এক কর্মকর্তা সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার প্রথম আলোকে বলেন, ওই কারখানার রিসাইক্লিং ইউনিটে বিদেশ থেকে আমদানি করা স্ক্র্যাপের সঙ্গে কামানের গোলাটি চলে আসে। ডিপোর ভেতর স্ক্র্যাপ বাছাইকালে শ্রমিকেরা তা দেখতে পেয়ে বোমা হিসেবে সন্দেহ করেছিলেন।
সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় গুহ প্রথম আলোকে বলেন, কামানের গোলাটি নিরাপদ স্থানে সরানোর পর বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এতে বোমা নিষ্ক্রিয়করণ দলের পাঁচজন সদস্য অংশ নেন।