লালমনিরহাটের কালীগঞ্জে সমাজসেবা কার্যালয় থেকে নথি ‘হারানোর’ ঘটনায় জিডি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে সম্প্রতি বিভিন্ন ধরনের কাগজপত্র হারিয়ে গেছে উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ৫ সেপ্টেম্বর এই জিডি হওয়ার পর জেলা সমাজসেবা কার্যালয় নড়েচড়ে বসেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা কার্যালয়।
কাগজপত্র হারিয়ে যাওয়ার ঘটনা যখন ঘটে, তখন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ছিলেন আবদুর রাজ্জাক ও অফিস সহকারী ছিলেন পারভীন বেগম। তাঁদের দুজনই অন্য কার্যালয়ে বদলি হয়েছেন। রাজ্জাক বর্তমানে রংপুরের পীরগঞ্জে এবং পারভীন লালমনিরহাট সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে একই পদে যোগদান করেছেন। বদলির আগে জিডিটি করেছিলেন পারভীন বেগম।
জিডির পর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান ২৩ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলার বর্তমান সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকারকে হারানো নথিপত্রের বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে সুকান্ত সরকার সাবেক কর্মকর্তা আবদুর রাজ্জাক ও অফিস সহকারী পারভীন বেগমকে আলাদা চিঠি দিয়েছেন। চিঠিতে কার্যালয় থেকে নথি কীভাবে হারিয়েছে, তার ব্যাখ্যা দিতে পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়।
কালীগঞ্জের সাবেক সমাজসেবা কর্মকর্তা আবদুর রাজ্জাক মুঠোফোনে গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, যথাসময়ে লিখিত ব্যাখ্যা দেবেন তিনি।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এক প্রশ্নের জবাবে বলেন, আর্থিকসহ বিভিন্ন ধরনের বরাদ্দ তালিকা, অর্থ বিতরণ/প্রদান তালিকা, নোট, অনুমোদনপত্র, রেজল্যুশন, গুরুত্বপূর্ণ চিঠিপত্রসহ বিভিন্ন নথি সাধারণত সমাজকল্যাণ পরিষদের নথিপত্রের অন্তর্ভুক্ত থাকে। এ ধরনের একটি গুরুত্বপূর্ণ নথিপত্র কীভাবে হারিয়ে গেছে, তা জানতে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।