সদস্যপদ ফিরে পেলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতা
এস আলমের গাড়ি সরানো কাণ্ডে পদ হারানো চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতাকে তাঁদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দিয়েছে দলটি। তাঁরা হলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এবং কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া।
আজ বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত তিনটি আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। একই দিন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়।
আজ বুধবার পাঠানো চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ১ সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যসহ আপনাদের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ২৫ ডিসেম্বর নির্দেশক্রমে আপনাদের স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী। তিনি বলেন, চিঠিতে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য তাঁদের সতর্ক থাকার কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে গত আগস্ট মাসে নগরে কালুরঘাট এলাকায় চট্টগ্রামের মীর পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা থেকে বিলাসবহুল কয়েকটি গাড়ি বের হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আবু সুফিয়ান, এনামুল হক ও এস এম মামুন মিয়া জড়িত—এমন অভিযোগ করা হয়। পরে তাঁদের কারণ দর্শানো চিঠি দিয়ে তাঁদের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।