সুনামগঞ্জ সীমান্ত থেকে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিক আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে আটক দুই ভারতীয় নাগরিক
ছবি: বিজিবির সৌজন্যে পাওয়া

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেলে উপজেলার বাংলাবাজার ও দমদমিয়া সীমান্ত থেকে টহলরত বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন। সন্ধ্যায় বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আটক ভারতীয় নাগরিকেরা হলেন ভারতের শিলংয়ের বার্মনটিলা গ্রামের বাসিন্দা লোকাস (৫৫) এবং একই এলাকার ওয়ামলিংক গ্রামের বাসিন্দা ব্লোমিং স্টার (৩২)। লোকাসকে দোয়ারাবাজার উপজেলায় বিজিবির বাংলাবাজার বিওপির আওতাধীন এলাকা কলাউরা থেকে এবং ব্লোমিংকে দমদমিয়া এলাকা থেকে আটক করা হয়।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।