সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও চালক।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষবয়রা গ্রামের সিএনজি চালিত অটোরিকশাচালক রাসেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের মো. নুরুজ্জামান ও তারেক রহমান। নিহত বাকি দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড এলাকায় পৌঁছে। এই সময় সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে এবং অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। নিহত ব্যক্তির তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় বের করার চেষ্টা চলছে।