জাল ভোটসহ নানা অভিযোগে ভোট বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা

ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা। রোববার বেলা সাড়ে তিনটার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাব চত্বরেছবি: প্রথম আলো

নৌকার পক্ষে জাল ভোট দেওয়া, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও রিটার্নিং কর্মকর্তাদের অসহযোগিতার নানা অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা (ট্রাক প্রতীক)। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে এসে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

সোহানা তাহমিনা সাংবাদিকদের বলেন, ‘নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছিলাম। কেন্দ্রে থেকে পাইনি। পরে নির্বাচন করতে চাইনি। তবে প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সাধারণ মানুষের চাওয়া ছিল, আমি যেন নির্বাচনে আসি। সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনে এসেছিলাম। নির্বাচনে প্রচারের পর থেকেই নৌকার প্রার্থীর লোকজন আমাদের লোকজনদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে আসছিল, ধৈর্য ধরে ছিলাম। ভেবেছিলাম নির্বাচন সুষ্ঠু হবে। এ জন্য নির্বাচনে ছিলাম।’

সোহানা তাহমিনা আরও বলেন, ‘আজকে সকাল থেকে যখন ভোট গ্রহণ শুরু হলো, তখন থেকেই নৌকার প্রার্থীর লোকজন লৌহজংয়ের গাঁওদিয়া ইউনিয়নের বনসামন্ত, পানগাঁও, খিদিরপাড়ার পিমরাইল, কনকসারসহ বিভিন্ন কেন্দ্রে তারা জাল ভোট দেয়। আমাদের এজেন্টরা বাধা দিলে তাদের মারধর করে বের করে দেয়। দক্ষিণ মেদিনী মণ্ডল ইউনিয়ন সরকারি উচ্চবিদ্যালয়ে ৭ জন এজেন্টকে আটকে রাখে আমি বিষয়টি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের জানাই। তাঁরা ব্যবস্থা নেওয়ার কথা বললেও কোনো পদক্ষেপ নেননি। এমন পরিস্থিতিতে নির্বাচন করা যায় না। তাই ভোট থেকে আমরা সরে যাচ্ছি। আমাদের লোকজনকে কেন্দ্র থেকে সরে যেতে বলেছি।’

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওই প্রার্থীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কেন্দ্রগুলোতে গিয়েছিলাম। তবে সেখানে আমরা এজেন্টের উপস্থিতি দেখতে পেয়েছি। তাঁদের সঙ্গে কথা বলেছি। প্রার্থীর অভিযোগের সঙ্গে কোনো মিল পাইনি। তবে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছেন, এমন ১০ জনকে বিভিন্ন কেন্দ্র থেকে আটক করা হয়েছে।’

সোহানা তাহমিনা মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ আসনে নৌকার প্রার্থী সাগুফতা ইয়াসমিন। সাগুফতা আসনটির তিনবারের সংসদ সদস্য।