বরিশালে আবার গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, পুলিশ বলছে, ‘টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড’

বরিশাল নগরের নবগ্রাম রোডে ডাক বিভাগের কার্যালয়ের ভেতরে পরিত্যক্ত আরেকটি গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া যায়। বুধবার দুপুরেছবি: প্রথম আলো

বরিশালে ডাক বিভাগের কার্যালয়ের ভেতর থেকে গ্রেনেডসদৃশ আরেকটি বস্তু উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে নগরের নবগ্রাম রোডের ফরেস্টার বাড়ির পুল এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভেতরে বস্তুটি পাওয়া যায়।

এর আগে গত সোমবার নগরের ডাক বিভাগের কার্যালয়ের ভেতরে ঘাসের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া গিয়েছিল। পুলিশ বলছে, বস্তু দুটি ‘টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড’। দ্বিতীয়বারের মতো একই জায়গা থেকে গ্রেনেডসদৃশ বস্তু পাওয়ার ঘটনায় নগরে আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

বরিশাল মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর গ্রেনেড নিষ্ক্রিয়করণ দল বস্তুটি উদ্ধার করেছে। ওই এলাকায় আরও কিছু পাওয়া যায় কি না, খুঁজে দেখা হচ্ছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।

ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের পরিচ্ছন্নতাকর্মী জনি হেলা জানান, সকালে কার্যালয়ের ঘাস ও লতাপাতা পরিষ্কার করতে গিয়ে বস্তুটি দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাঁরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে সেনাসদস্যরা এসে অবস্থান নেন। পরে বস্তুটি উদ্ধার করে নগরের রূপাতলী এলাকায় মেট্রোপলিটন পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দা সগীর হোসেন জানান, গত ৪ আগস্ট ফরেস্টার বাড়ির পুল এলাকায় পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সংঘর্ষ হয়। তখন পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ডাক বিভাগের পোস্টাল কলোনির ভেতরে ঢুকেছিলেন। সেখানে থেকে রাস্তায় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও জবাবে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। হয়তো তখন কোনো ‘টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড’ ডাক বিভাগের কার্যালয়ের ভেতরে অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।