কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারে কাভার্ড ভ্যানে বিশেষ ‘চেম্বার’
কাভার্ড ভ্যানের পাটাতনের ভেতরে বিশেষ কায়দায় তৈরি করা হয়েছিল বিশেষ ‘চেম্বার’ বা ছোট একটি স্থান। সাধারণ দৃষ্টিতে দেখে বোঝার উপায় নেই, ভেতরে কিছু আছে কি না। এই বিশেষ চেম্বারে করেই কৌশলে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পাচার করা হতো ইয়াবা।
খবর পেয়ে গতকাল সোমবার রাতে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ। পরে কাভার্ড ভ্যানের চালক মো. ইসলাম (৩৮) ও তাঁর সহযোগী মো. হাবিবকে (২৮) গ্রেপ্তার এবং জব্দ করা হয় সাড়ে ৬৫ হাজারটি ইয়াবা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে সেতুর ব্রিজ টোল প্লাজার সামনে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভেতরে পাটাতনে একটি চেম্বারের সন্ধান পাওয়া যায়। চেম্বার থেকে প্যাকেটে মোড়ানো অবস্থায় সাড়ে ৬৫ হাজারটি ইয়াবা পাওয়া যায়।
নগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও দক্ষিণ) সাদিরা খাতুন বলেন, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে বিক্রি করতেন আসামিরা। আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।