বাগেরহাটে বিএনপিকে ‘রাস্তায় দাঁড়াতেই দেয়নি’ পুলিশ

পুলিশি বাধায় বাগেরহাটে বিএনপি সমাবেশ করতে পারেনি। আজ বাগেরহাট শহরের হরিণখানা এলাোয় সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ করেন বিএনপির নেতা–কর্মীরা
ছবি: প্রথম আলো

বাগেরহাটে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করতে পারেনি দলটি। আজ বুধবার সকালে শহরের থানার মোড় এলাকার জেলা বিএনপির কার্যালয়ে ওই সমাবেশের কথা ছিল।

বিএনপির নেতা–কর্মীদের অভিযোগ, পথে পথে পুলিশ বাধা দিয়েছে ও রাত থেকে নেতা–কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছে। এসবা কারণে তাঁরা কোনো কর্মসূচি পালন করতে পারেননি।

আজ দুপুর ১২টায় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেনের (তালিম) বাসায় সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করা হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক শামিমুর রহমান বলেন, রাস্তায় দাঁড়াতেই দেয়নি পুলিশ। জেলার বিভিন্ন স্থান থেকে আসা নেতা–কর্মীদের গতি রোধ করে তল্লাশি করা হয়েছে। ঘিরে রেখেছে জেলা বিএনপির কার্যালয়। সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি কাউকে।

শামিমুর রহমান বলেন, ‘বাগেরহাটে বিএনপির কোনো কর্মসূচি করতে পুলিশ অনুমতি দেয় না। গত রাতে জেলার বিভিন্ন উপজেলার নেতা–কর্মীদের বাসায় পুলিশ গিয়ে তল্লাশি করেছে। শত বাধা উপেক্ষা করে আজকের সমাবেশে আসা নেতা–কর্মীদের শহরের বিভিন্ন রাস্তায় তল্লাশি চালিয়েছে। এ সময় কয়েকজনকে আটক করেছে বলে শুনেছি।’

জোর করে ক্ষমতা ধরে না রেখে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি নেতা শামিমুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের দুঃশাসন ও দুর্বৃত্তায়নে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে। তাদের নেতা–কর্মী ও পেটোয়া বাহিনী দুর্নীতি করে দেশে-বিদেশে সম্পদের পাহাড় করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ এই সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন।’

ওই সংবাদ সম্মেলনে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন, জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহমানসহ নেতারা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির কর্মসূচিতে বাধা ও নেতা–কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানোর অভিযোগ অস্বীকার করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, তাঁদের অভিযোগ সত্য নয়। পুলিশ বিএনপির কর্মসূচিতে কোথাও বাধা দিয়েছে, এর কোনো সত্যতা নেই।