গাংনীতে রাতে মিছিল নিয়ে বাড়িতে হামলা, সংঘর্ষে নিহত ১

নিহত
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে মিছিল নিয়ে বাড়িতে হামলার সময় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে।

নিহত নাহারুল ইসলাম বাওট গ্রামের কামরুল বিশ্বাসের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আহত ব্যক্তিরা হলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (৫৫), তাঁর দুই ভাই সাবেক ইউপি সদস্য মহিবুল হক (৬০) ও হামিদুল হক (৫০)। অন্যরা হলেন উজ্জ্বল মিয়া (৩৪), লিয়াকত হোসেন (২৫), হামিদুল ইসলাম (৩৮), আরশেদ আলী (৪৩) ও আজিম মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়া উপলক্ষে গতকাল রাতে বাওট গ্রামে আনন্দ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন নাহারুল ইসলাম। রাত ১১টার দিকে মিছিল থেকে কয়েকজন ওই গ্রামের আওয়ামী লীগ কর্মী মৎস্য ব্যবসায়ী আল মাসুদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। এরপর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মহিদুল ইসলামের বাড়িতে হামলা করা হয়। পরে তাঁরা আওয়ামী লীগের নেতা–কর্মীদের বাড়িতে হামলা শুরু করেন। পরে আওয়ামী লীগের নেতা–কর্মীরা জড়ো হয়ে দেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এতে নাহারুল ইসলাম মারা যান। আহত হন সাতজন।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল আহমেদ আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল বাওট গ্রামে সংঘর্ষে বিএনপির একজন কর্মী নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

আরও পড়ুন