রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে পিটুনি দিয়ে যুবককে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মো. রুবেল (৩০) নামের এক যুবককে পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার পর উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, চোর সন্দেহে রুবেলকে পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল রাত একটার দিকে রুবেল এক আত্মীয়ের মালিকানাধীন সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস নেওয়ার জন্য ঘর থেকে বের হন। গ্যাস নিয়ে ফেরার পথে লালানগর বন্দেরাজাপাড়া এলাকায় এলে কিছু স্থানীয় ব্যক্তি গতি রোধ করেন। পরে তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ করে পিটুনি দেওয়া হয়। এতে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ বলছে, সকাল ৭টা ৪০ মিনিটে স্থানীয় লোকজন পুলিশকে ফোন দিয়ে ঘটনাটি জানান। এরপর পুলিশের সদস্যরা গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর পুত্র। তবে তিনি দীর্ঘদিন ধরে লালানগর ৫ নম্বর ওয়ার্ডে তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক। পরিবারে তাঁর ছয় বছরের একটি সন্তান রয়েছে।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, চোর সন্দেহে পিটুনি দিয়ে রুবেলকে হত্যা করা হয়। এ ঘটনায় রুবেলের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামি অজ্ঞাতনামা। রুবেলের সঙ্গে ঘটনাস্থলে আরও দুজন ছিলেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।