আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘কোনো বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি দেখছি না। তবে এ ব্যাপারে কোনো রকম বক্তব্য দেওয়ার এখতিয়ার আমার নেই।’
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে মুক্ত আলোচনা করেন বদিউল আলম মজুমদার। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। কোনো রকম বাধা দেওয়া হবে না। বাধার সৃষ্টি করা হবে না। আমি আশা করি, সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে।’ তিনি আরও বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। তবে এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন। যে কারণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।
বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সংস্কার প্রস্তাব নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের কাছে হাজার হাজার প্রস্তাব এসেছে। এগুলো পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছাব।’ নির্বাচনে কোনো ব্যক্তি অযোগ্য না হলে নির্বাচন করতে পারবেন, এমন সুযোগ সবার থাকা উচিত বলে মত দেন তিনি।