লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এলাহি রাসেলের ছোট ভাই শাকিল আহমেদ
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ছাত্রদলের এক নেতাকে ধরতে এসে না পেয়ে তাঁর ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. শাকিল আহমেদ (১৮) নামের ওই তরুণকে পুলিশের ওপর হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শাকিলের বড় ভাই এলাহি রাসেল রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে চর পোড়াগাছা ইউনিয়নের কলাকোপা গ্রাম থেকে শাকিল আহমেদকে আটক করে পুলিশ। টিনের দোচালা ঘরের দরজা ভেঙে ঢুকে পুলিশ তাঁকে আটক করে বলে পরিবারের অভিযোগ। পুলিশ অবশ্য বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৯ অক্টোবর লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের আলেকজান্ডার-সোনাপুর সড়কের আজাদনগর ব্রিজ এলাকায় পিকেটারদের ছোড়া ইটপাটকেলে দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে শাকিল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওই গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাহি রাসেল ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। কিন্তু তাঁর ছোট ভাই শাকিল আহমেদ রাজনীতির সঙ্গে জড়িত নন। তাঁদের বাবা শেখ ফরিদ কৃষিকাজ করেন। শাকিল এবার এসএসসি পাস করে আজাদনগর বাজারে ছোট একটি মোবাইলের দোকানে কাজ করে।

গ্রেপ্তার শাকিলের ছোট ভাই রাকিব হোসেন বলেন, বাবার কৃষিকাজের সামান্য আয় দিয়ে জীবন যাপন করেন তাঁরা। বড় ভাই রাসেল ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও মেজ ভাই শাকিল কোনো রাজনীতি করত না। পুলিশ বড় ভাইকে খুঁজতে এসে না পেয়ে নিরপরাধ মেজ ভাইকে তুলে নিয়ে যায়। ছোট দোচালা ঘরটির দরজাও ভেঙে ফেলে পুলিশ।

লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহসম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন বলেন, তফসিল ঘোষণার পর নিরপরাধ (শাকিল) ছেলেটিকে গ্রেপ্তার করে পুলিশ। অথচ নির্বাচন কমিশন বলেছে, তফসিলের পর রাজনৈতিকভাবে গ্রেপ্তার করতে হলে অনুমতি নিতে হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বড় ভাই রাজনীতি করলে এর জন্য ছোট ভাইকে গ্রেপ্তার মানবাধিকারের চরম লঙ্ঘন।

রামগতি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, শাকিল যুবদলের রাজনীতি করেন। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় ওই মামলার তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।