দুই উপজেলায় ছেলে ও ভাইকে প্রার্থী করলেন সংসদ সদস্য সাহাদারা মান্নান
বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছেলে ও ছোট ভাই। এই দুজন ছাড়া দুই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও যুবলীগের আরও পাঁচজন নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে বগুড়া-১ আসনে টানা তিনবারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান। ২০২০ সালের ১৮ জানুয়ারি মৃত্যুর পর উপনির্বাচনে তাঁর স্ত্রী সাহাদারা মান্নান দলীয় মনোনয়নে সংসদ সদস্য হন। গত ৭ জানুয়ারির নির্বাচনে তিনি দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।
দলীয় সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার আগে থেকেই সারিয়াকান্দিতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে দলের বেশ কয়েকজন নেতা মাঠে নামেন। কিন্তু গত ১৬ মার্চ আস্থাভাজন নেতা-কর্মীদের নিজের বাসায় ডেকে সংসদ সদস্য সাহাদারা মান্নান তাঁর ছেলে মোহাম্মেদ সাখাওয়াত হোসেনকে চেয়ারম্যান পদের প্রার্থী ঘোষণা করেন। এরপর অনুসারী নেতা-কর্মীদের নিয়ে মাঠে নামেন সাখাওয়াত। পূর্ব ঘোষণা অনুযায়ী সাখাওয়াত মায়ের অনুসারীদের নিয়ে মনোয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সাহাদারার ছেলে ছাড়াও এ উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন থেকে আরও চারজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম (মন্টু), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুস সালাম এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী। এর মধ্যে রেজাউল করিম সংসদ সদস্য সাহাদারার বিরোধী নেতা হিসেবে পরিচিত।
অন্যদিকে সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছোট ভাই মিনহাদুজ্জামান ওরফে লিটন। এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন। জাকির জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের অনুসারী নেতা হিসেবে পরিচিত।
২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনেও মিনহাদুজ্জামানকে দলীয় প্রার্থী করেছিলেন সাহাদারা মান্নান। পরে মিনহাদুজ্জামান সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন।