গাজীপুরে ভবনের দেয়াল ভেঙে টিনের চালে, আহত ৩
গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবীথি মাধববাড়ি এলাকায় রোববার সকালে নির্মাণাধীন সুলতান হাছিনা টাওয়ারের অষ্টম তলা ভবনের ওয়ালের কিছু অংশ ধসে নিচের টিনের চালের ওপর পড়ে। এতে টিনের ঘরের চাল, অ্যাঙ্গেল ভেঙে ঘরের খাটের ওপর পড়েছে।
ঘরের ভেতর ঘুমিয়ে থাকা এক দম্পতি ও তাঁদের এক শিশুসন্তান আহত হয়েছেন। পরে তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সিদ্দিকুর রহমানের স্ত্রী রত্না আক্তার (৩৪) ও ছোট ছেলে আবদুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত সিদ্দিকুর রহমানকে (৫০) উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়।
আহত সিদ্দিকুর রহমানের ছেলে রাইসুল ইসলাম জানান, রোববার সকালে তিনি একটি কক্ষে পড়ালেখা করছিলেন। পাশের রুমে তাঁর বাবা–মা ও ছোট ভাই শুয়ে ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর শহর এলাকায় হঠাৎ দমকা হাওয়া ও ঝড়বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে পাশের নির্মাণাধীন সুলতান হাছিনা টাওয়ারের অষ্টম তলা ভবনের ওয়ালের কিছু অংশ ধসে নিচে তাঁদের বসতঘরের টিনের চালের ওপর পড়ে। এতে টিনের ঘরের চাল ছিদ্র হয়ে এবং অ্যাঙ্গেল ও ফ্যান ভেঙে গিয়ে ঘরের খাটের ওপর পড়ে। এতে তিনজন আহত হন। পাশে থাকা এক্সপোর্ট ভিলেজ মেনস জোন নামের তৈরি পোশাক বিক্রির দোকানের ওপরও ইট পড়ে ও দোকালের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভবনমালিক আবু সাদেক দোলন জানান, প্রটেকশন ছিল যা ঝড়ে পড়ে গেছে। এটি একটি দুর্ঘটনা মাত্র। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চিকিৎসক শামীমা আফরোজ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের আঘাত মারাত্মক নয়। তবে সিদ্দিকুরকে তাঁর স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেছেন।