সেতুর নিচে বিস্কুটের কার্টনে নবজাতকের লাশ

সেতুর নিচে বিস্কুটের কার্টনে পাওয়া গেছে নবজাতকের লাশ। আজ সকাল নয়টার দিকে ফৌজদারহাট কালুশাহ সেতু এলাকায়ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট কালুশাহ সেতুর নিচে থেকে বিস্কুটের কার্টনের ভেতরে রাখা একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের লাশ একটি সাদা কাপড়ে মোড়ানো ছিল।

আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা।

পুলিশ পরিদর্শক সোহেল রানা প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে সলিমপুর ইউনিয়নের কালুশাহ সেতুর নিচে নির্মাণাধীন সীমানাপ্রাচীরের ইটের ওপর একটি বিস্কুটের কার্টন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কার্টন দেখে লোকজনের সন্দেহ হলে তাঁরা পুলিশকে খবর দেন। পরে তিনি নবজাতকের লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নবজাতকটি একটি ছেলেশিশু।